পান ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা লুট, মূলহোতা গ্রেফতার

রাজশাহীতে পান ব্যবসায়ীর ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতির মূলহোতা আরাফাত হোসেন তুষারকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বুধবার (৩০ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এর উপ-পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আরাফাত হোসেন তুষার। সে ডাকাত দল প্রধান। গত ২১ আগস্ট ভোরে সহযোগীদের নিয়ে নওদাপাড়া পোস্টাল একাডেমির সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে আসে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এক পান ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে যায় তারা। এই ঘটনার মূলহোতা আরাফাত হোসেন তুষার। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে টাকা ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।