চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিপুর থানার ধুমবালু কলোনীর রাম বিলাস চৌধুরী ও তার স্ত্রী কলাবতী চৌধুরী। 

মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম রবু জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলিদলী ইউনিয়নের ময়ামারী গ্রামে অস্ত্র বেচা-কেনা করছিল একটি দল। এ সময় অভিযান চালিয়ে কলাবতীর হাতে থাকা শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তুল এবং রাম বিলাসের কোমরের লুঙ্গির কোচা থেকে ৬ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করে র‌্যাব-৫ এর একটি দল।

এ ঘটনায় র‌্যাবের এসআই ইউসুফ আলী ভুইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ভোলাহাট থানার এসআই শ্রী শ্যামল কুমার সর্দার ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
 
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে কলাবতীকে ১০ বছর এবং রাম বিলাসকে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।