ছবি দেখে ১৫ বছর ঐক্যবদ্ধ আছি: এমপি সিরাজ

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ‘সরকার দেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। এককভাবে তারেক জিয়াকে নির্বাসিত করে খালি মাঠে খেলছে। ছবির সঙ্গে খেলছে। আমরা ছবি দেখে রাজনীতি করছি। ছবি দেখে ১৫টি বছর ঐক্যবদ্ধ হয়ে আছি। ছবির সঙ্গেই শেখ হাসিনা পারেন না।’

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন। 

এমপি সিরাজ বলেন, ‘আজকের গণসমাবেশ সমুদ্রের সমান। আজকের সমাবেশের যে চেয়ার দুটি ফাঁকা রাখা হয়েছে সেখানে তারেক জিয়া ও বেগম খালেদা জিয়া থাকলে মহাসমুদ্র হতো। আমাদের নেতা যদি সশরীরে দেশে আসেন শেখ হাসিনা হাওয়ায় ভেসে যাবেন। আজকে বেগম খালেদা জিয়ার কোনও প্রতিপক্ষ নেই। আমি তাকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিজয়ের মাস চলছে। কিন্তু আমাদের বিজয় হয়নি। অর্থনীতির মুক্তি হয়নি। এই রাষ্ট্রকে ভেঙে চুরমার করা হয়েছে। শেখ হাসিনার সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা, লুণ্ঠন, খুন-গুম আর অপপ্রচারকে করে দেশকে ধ্বংস করছে।’

সমাবেশে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, ‘বিসিএস উর্ত্তীণ হয়ে চাকরি নিয়ে ডিসি-এসপিরা মেধার কাঁথায় আগুন দিয়েছেন। আপনারা কেন আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছেন? আওয়ামী লীগের হয়ে প্রশাসনের ডিসি-এসপিরা যারা অন্যায়ভাবে বিএনপি নেতা-কর্মীদের হত্যা করছেন, ট্রাইবুন্যাল গঠন করে তাদের শাস্তির আওতায় আনা হবে।’

এর আগে বেলা সাড়ে ৯টায় রাজশাহী মাদ্রাসা মাঠে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সমাবেশে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।