‘১০ ডিসেম্বর সরকার পতনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবেন মির্জা ফখরুল’

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের (ঢাকায়) মধ্য দিয়ে সরকার পতনের চূড়ান্ত রূপরেখা দলের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘চট্টগ্রামে রবিবার আওয়ামী লীগের সমাবেশ হয়। এই সমাবেশ উপলক্ষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যদের মাঠ তৈরি করতে দেখা যায়। অথচ বিএনপি মাঠ তৈরি করতে গেলে প্রতিনিয়ত পুলিশ বাধা প্রদান করেছে। 

রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

নজরুল ইসলাম খান বলেন, ‘গণসমাবেশ বানচাল করতে প্রতিটি ক্ষেত্রে সরকার তার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সমাবেশে আসতে যানবাহন মালিকরা যে ধর্মঘট দিয়েছিল তা বাস্তবায়ন করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। তারা বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের বাস থেকে নামিয়ে দিয়েছে। মোটরসাইকেল আটকে দিয়েছে। এরপরও সমাবেশ বানচাল করতে পারেনি। জনগণ ও নেতাকর্মীরা অনেক কষ্ট করে পাঁয়ে হেটে সমাবেশস্থলে আসেন এবং ঈদগাহ মাঠে আশ্রয় নেন। পুলিশের এমন আচরণ স্বাধীনতার সময়ের পাকিস্তান আর্মি ও পুলিশের আচরণকে হার মানিয়েছে।’