বগুড়ায় নাশকতার মামলায় কারাগারে জামায়াতের সাবেক নেতা

বগুড়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতার মামলায় মঙ্গলবার (৬ ডিসেম্ব) রাতে তাকে উপজেলার গুড়বিশা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১৫ সালে বগুড়া শহরে নাশকতার ঘটনা ঘটে। এ ব্যাপারে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তায়েব আলীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় মাওলানা তায়েব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার রাতে তাকে কাহালু উপজেলার গুড়বিশা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।