ইউপি ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ভবন লক্ষ্য করে তিন-চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এসব পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে আগুন না ধরায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে চারটি বোতলের ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক আবু বলেন, ‘প্রতিদিনের মতো ২৮ ডিসেম্বর কাজ শেষে পরিষদ ভবনের দরজা ও জানালা বন্ধ করে সবাই চলে যান। রাতে গ্রাম পুলিশ সদস্য মনোরঞ্জন ইউপি ভবন পাহারার দায়িত্বে ছিলেন। রাত দেড়টার দিকে ইউপি ভবন লক্ষ্য করে তিন-চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দ শুনে গ্রাম পুলিশ সদস্য মনোরঞ্জন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেভেন আপের বোতল ভেঙে বিস্ফোরণ ঘটলেও আগুন না ধরায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিটি বোতলে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ পাওয়া গেছে। বোতলের মুখে পাটের সুতা লাগানো ছিল। এ ঘটনায় আমাদের মাঝে আতংক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘সেভেন আপের ওই ভাঙা বোতলগুলোতে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তিনটি বোতলের ভাঙা অংশ উদ্ধার করেছি আমরা। এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’