X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ২৩:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২৩:৫৩

মাদারীপুরের কালকিনি উপজেলায় বোমা বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দুজন মারা গেলেন। পুলিশের ধারণা, হাতবোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটেছে।

নিহত হারুন ঢালী (৪০) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের তিথিরচর গ্রামের আবদুল সাত্তার ঢালীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এর আগে এ ঘটনায় মোদাচ্ছের শিকদার (৪৫) নামের একজন মারা যান। তার বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে কালকিনির নতুনচর দৌলতখান এলাকায় আড়িয়াল খাঁ নদের পাশে একটি ঘরে বসে কয়েকজন হাতবোমা বানাচ্ছিলেন। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে মোদাচ্ছের শিকদার মারা যান। আহত হন হারুন ঢালী ও দাদন ঢালী নামের আরও দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন ঢালী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হারুন ঢালীর এক স্বজন জানান, হারুন ঢালীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি রাত ৮টার দিকে মারা যান। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে।

কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‌‘হারুন ঢালী মারা যাওয়ার খবর লোকমুখে শুনেছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছিল। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের ধরতে কাজ করে যাচ্ছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ