‘শেখ হাসিনার যতদিন প্রাণ আছে, ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতদিন প্রাণ আছে, ততদিন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, ‘বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের উদ্দেশ্য হলো—মানুষ যাতে ভালো থাকে সেই পরিবেশ তৈরি করা। মানুষ কীভাবে ভালো থাকবে, কার জন্য কী করতে হবে, কোথায় কী করা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খোঁজ রাখেন। প্রধানমন্ত্রী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় দেশের সমস্যা ছিল জনসংখ্যা। এখন জনসংখ্যা সম্পদে রূপান্তরিত হয়েছে। এটা আপনা-আপনি হয়নি। দেশে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার, ডিজিটাল দেশে রূপান্তর করাসহ সরকার নানামুখী যুগোপযোগী কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে বলেই জনসংখ্যা মানবসম্পদে পরিণত হয়েছে।’

দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বলেই আজ আমরা করোনা মহামারি মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছি উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘যেখানে উন্নত দেশগুলো হিমশিম খেয়েছে, সেখানে আমরা সফলভাবে করোনা মোকাবিলা করেছি। করোনা মোকাবিলায় আমরা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছি। এটি সরকারের বিরাট সফলতা।’

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে আজকের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার বিকল্প নেই।’ আগামীতে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনজারুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মো. মামুনূর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।