রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সাত প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে বিনোদপুর ফটক এলাকায় অবস্থান নিয়েছেন বিজিবির সদস্যরা। ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (১১ মার্চ) রাত ৯টার দিকে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত বিনোদপুর বাজার ও ক্যাম্পাস এলাকায় বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আহত হন স্থানীয়দের অনেকে। বিনোদপুর বাজারের বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের পুলিশ বক্সে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিজিবি মোতায়েন করতে বলেছি। তারই আলোকে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

তিনি বলেন, সংঘর্ষে আমাদের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসা দরকার। আপাতত আমরা এটি ফোকাস করছি। পরবর্তীতে আমরা বিষয়টি সমাধান করবো। সংঘর্ষের কারণে রবিবার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমদ বলেন, সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিনোদপুর বাজার এলাকায় তারা দায়িত্ব পালন করছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।