বাস-পিকআপ সংঘর্ষে ২ চালক নিহত

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নাবিল পরিবহনের সঙ্গে ঢাকাগামী সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিল পরিবহনের চালকের নাম গোলাম রব্বানী (৩৮)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার আব্বাস আলীর ছেলে। পিকআপের চালকের নাম আজাদ হোসেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস দিনাজপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি সবজিবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হযন। আহতদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে অনেককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এদিকে নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।