রাজশাহীতেও বৃষ্টির জন্য নামাজ আদায়

রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদি এতে ইমামতি করেন।

নামাজ শেষে তিনি বলেন, আমাদের কোনও ব্যক্তিগত কারণে নয়, এখানে বৃষ্টির জন্যই নামাজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই নামাজ পড়েছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।

তিনি আরও বলেন, নামাজ শেষে পুরো দেশ বিশেষ করে রাজশাহী জেলাতে বৃষ্টির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। এর আগে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। আগামীকাল ও পরবর্তীকালে আবারও এই নামাজ আদায় করা হতে পারে।

রাজশাহীতে চলতি মাসের শুরু থেকেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তে বাড়তে ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
মৃদু তাপপ্রবাহ এখন অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।