মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো মা-ছেলের

বগুড়ার শাহজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও সন্তান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী।

শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ ও এর চালক নুরুল ইসলামকে (৩৫) আটক করেছে। শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি (৩০) ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে তাসফিয়ান রহমান। গুরুতর আহত মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান মিঠু শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের চালক বগুড়ার শেরপুরের উলিপুরের তোরাব আলীর ছেলে নুরুল ইসলাম পেছন থেকে তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই মা তাসলি ও তাসফিয়ান মারা যান। আহতকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল ওয়াদুদ জানান, মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করে হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।