ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে বাস খাদে, প্রাণ গেলো ২ নারীর

বগুড়ার শাজাহানপুরে ওভারটেক করতে গিয়ে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই নারী নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার রূপীহার নূনদহ এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাস গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী জেলেমা খাতুন (৬৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বারই এলাকার সজীব মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রংপুরগামী গোল্ডেন লাইনের একটি বাস শুক্রবার রাত আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রূপীহার নূনদহ এলাকায় পৌঁছে। এ সময় ওভারটেক করতে গিয়ে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী জেলেমা খাতুন মারা যান। আহত হন অন্তত ১০ জন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে রোকসানা খাতুন মারা যান।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার এসআই সাইফুল ইসলাম জানান, বাস খাদে পড়ে দুই নারী নিহত ও ৫/৬ জন আহত হয়েছেন। বাসটি জব্দ ও লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কুন্দারহাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।