মেলার পার্কিংয়ে মোটরসাইকেল না রাখায় যুবককে হত্যা

নাটোরের লালপুরে মেলায় টাকা দিয়ে পার্কিংয়ে মোটরসাইকেল না রাখায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ আগস্ট) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম নাজমুল হোসেন (২৬)। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ও উপজেলার নান্দরায়পুর গ্রামে আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, ওই গ্রামে মনসা দেবীর পূজা উপলক্ষে চলছে তিন দিনব্যাপী মেলা। শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে ওই মেলা দেখতে যান কসমেটিকস ব্যবসায়ী ওই যুবক। মেলার অদূরে বটতলায় পার্কিংয়ে মোটরসাইকেলটি জমা দিতে বলে গ্যারেজের আয়োজক। কিন্তু নাজমুল জানান, সামনে তার আত্মীয়ের বাড়িতে রাখবেন।

ওসি আরও জানান, এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে গ্যারেজের আয়োজক জিয়া হাতে থাকা চাকু দিয়ে তার শরীরে আঘাত করেন। এতে আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারী ও তার সহযোগীদের আটকে অভিযান চলছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাগর জানান, হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।