কটূক্তি করায় ছুরিকাঘাতে একজনকে হত্যা, আহত ২

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েত ইসলাম (১৮) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (২২ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটো চালক জাকিরুল ইসলাম ও মিল্লাত হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জুনায়েত ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়ার আবদুল জব্বারের ছেলে। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় জুনায়েত ইসলাম, জাকিরুল ইসলাম, মিল্লাত হাসানসহ ৪/৫ জন একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৪/৫ জন দুর্বৃত্ত ওই পথ দিয়ে যাচ্ছিলেন। অটোরিকশা থেকে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। তখন মোটরসাইকেল আরোহীরাও পাল্টা কটূক্তি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা ছুরিকাঘাত করলে জুনায়েত, জাকিরুল ও মিল্লাত আহত হন।

দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে জুনায়েত ইসলাম মারা যান। আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অটোচালক জাকিরুল উপজেলার নন্দগ্রামের আবদুল গাফফারের ছেলে ও মিল্লাত সুজাবাদ বালাপাড়ার আবদুল হান্নানের ছেলে।

বগুড়া ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান জানান, জুনায়েতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।