নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজের দুই দিন পর নাজমুল হাসান (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে গেছে বলে ধারণা পুলিশের। নাজমুল হাসান দুর্গাহাটা ইউনিয়নের হাতীবান্ধা মধ্যপাড়ার জহুরুল প্রামাণিকের ছেলে। 

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার বিকালে বাড়িতে অটোরিকশা রেখে হাঁটতে বের হন নাজমুল। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন তারা। রবিবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, ‘লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। জখম দেখে মনে হচ্ছে, পিটিয়ে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’