চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা

সিরাজগঞ্জের শাহজাদপুরের সড়কে ব্রয়লার মুরগিবাহী একটি পিকআপভ্যান থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালককে মারধর করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। 

কামরুজ্জামান বলেন, ভ্যানটি কয়েকশ মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে ভ্যানটি থামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সব পুড়ে মারা গেছে। এ সময় তারা ভ্যানের চালককেও মারধর করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি।

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা কয়েক দফা অবরোধে সিরাজগঞ্জের মহাসড়কে কয়েকটি ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ গত রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।