খাবার বিতরণকে কেন্দ্র করে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ৫

রাজশাহীর তানোর উপজেলায় খাবার বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থী চূড়ান্তের ব্যাপারে তানোর উপজেলার লালপুর মডেল কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। এসময় সভায় নেতাকর্মীদের মধ্যে দুপুরের খাবার বিতরণকে কেন্দ্র করে তানোরের তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন বাবু এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দীন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন। এতে কিছু চেয়ার ভেঙেও যায়। পরে পুলিশ ও স্থানীয় নেতারা উভয়পক্ষকে শান্ত করে। তবে দুই পক্ষের এ সংঘর্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে নাজিম উদ্দীন বাবু’র ভাগনে শিপন হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। আর অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তালন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দীন বাচ্চু বলেন, ‘দুপুরে খাবার বিতরণের সময় বাবু ভাইয়ের ভাগনে শিপন আমার সঙ্গে বাকবিতণ্ডা করতে থাকে। এসময় আমাদের যুবলীগের ছেলেরা তাকে মারধর করে। মারামারি, চেয়ার ছোড়ছুড়ি হয়। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভুল বোঝাবুঝি সৃষ্টির কারণে এধরনের আনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সব ঠিক হয়ে যাবে।’

তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন বাবু বলেন, ‘আগে থেকে দলের মধ্যে কোনও ঝামেলা ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই ঘটনায় আমার ভাগনে আহত হয়েছে। তবে আমাদের নিজেদের মধ্যকার ঘটনায় হওয়ায় আমি কোনও অভিযোগ করেনি।’

 

/এসটি/