জয়পুরহাটে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

জয়পুরহাট সদরের কলাবাজার এলাকা থেকে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে তোফাজ্জল হোসেন (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সে জয়পুরহাট সদর উপজেলার পাইকড়ডেরা গ্রামের পাঁচকর মন্ডলের ছেলে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সিপিসি-৩ র‌্যাব-৫ কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার কলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিক ও সিটি করপোরেশনের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ টাকাসহ তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়।

মেজর সাদিক আরও জানান, গ্রেফতারকৃত তোফাজ্জল দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার সদর থানার কলাবাজার এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিক ও সিটি করপোরেশনের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। সে সাধারণ ড্রাইভারদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখতো, যেন কেউ তার চাঁদাবাজির ব্যাপারে মুখ না খোলে। এমন অভিযোগের পরই তাকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।