হত্যার হুমকি পাওয়া সেই বিচারকের বদলি

জয়পুরহাটে বিচারকের বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে হত্যার হুমকি পাওয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২০) ফেব্রুয়ারি উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিচারককে বদলি করে ঢাকার আইন ও বিচার বিভাগে যোগদান করার কথা বলা হয়েছে।

সেই সঙ্গে জেলা ও দায়রা জজ কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৫ ফেব্রুয়ারি বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে  যোগদানের নির্দেশ দিয়েছে।

জয়পুরহাট আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই বিচারককে বদলি করা হয়েছে। উপসচিব ( প্রশাসন-১ ) মোহাম্মদ ওসমান হায়দার  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বদলির বিষয়টি জানানো হয়েছে।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল    অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীনের বদলির বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, জয়পুরহাট শহরের হাউস বিল্ডিং এলাকায় এনএসআই ভবনের সামনে ডা. মনোয়ার হোসেনের বাসার নিচতলায় ভাড়া থাকতেন বিচারক আব্বাস উদ্দীন। গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঢুকে পড়ে।

বিচারককে চাকুর ভয় দেখিয়ে বলে, ‘আমার লোকজনকে ফাঁসি দিয়েছিস। এখন আমরা তোর ফাঁসি দিতে এসেছি।’ তার বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীর কল পেয়ে পাশের বাসার ভাড়াটিয়া ও পুলিশ আসার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় বিচারক আব্বাস উদ্দীন বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

জানা গেছে, গত ৩১ জানুয়ারি এক স্কুলছাত্র হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। ওই রায়ে ১১ জনের মধ্যে এখনও পালিয়ে আছে পাঁচ আসামি।