অস্ত্রসহ ‘কিশোর গ্যাংয়ের’ তিন সদস্য গ্রেফতার

জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৩ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।

গ্রেফতাররা হলেন জয়পুরহাট সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের রমজান আলীর ছেলে রাব্বি হোসেন (২১), বামনপাড়া গ্রামের পরিমল চন্দ্রের ছেলে শ্রী প্রিয় সৌরভ (২০) ও পাবর্তীপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে রিসাদ হোসেন (২১)।

বিজ্ঞপ্তিতে জানানো  হয়, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোনও অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত হচ্ছে না। র‌্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল জয়পুরহাট সদর উপজেলার  ভাদসা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।

পরে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।