নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের জামতৈল গ্রামে সমবয়সী দুই গ্রুপের দ্বন্দ্বের সাক্ষী হওয়ায় ধারালো অস্ত্র নিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধাওয়া করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এটি নিয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর দাদি।
ওই শিক্ষার্থীর নাম আসিফ আসলাম (১৭)। সে নাটোর টেকনিক্যাল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। তার বাবার নাম ইসহাক আলী। তিনি পেশায় একজন সাংবাদিক।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোনায়েম হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষার্থীর বাবা সাংবাদিক ইসহাক আলী জানান, সম্প্রতি ওই গ্রামে সমবয়সী দুই গ্রুপে দ্বন্দ্ব হয়। ওই ঘটনায় সাক্ষ্য দিতে তার ছেলে রাজি হওয়ায় একই গ্রামের হাসেন ব্যাপারীর ছেলে আব্দুল মালেক ক্ষুব্ধ হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার বাড়ির সামনে ছেলেকে চাপাতি নিয়ে ধাওয়া করে মালেকসহ তার কয়েকজন অনুসারী। এই ঘটনায় আসিফের দাদি সালেহা বেগম (৬০) থানায় লিখিত অভিযোগে দিয়েছেন।