শ্যালকের হাঁসুয়ার কোপে বোনের স্বামী নিহত

রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে বোনের স্বামী নিহত হয়েছেন। ঘটনার পর শ্যালক পালিয়ে গেছেন। শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর নওদাপাড়া কালুর মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত শ্যালকের নাম মিন্টু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি মাসুমা মোন্তাকিম জানান, রুহুল আমিনের শ্বশুরের জমির মাপ চলছিল। এ সময় তারা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দ্বন্দ্বের এক পর্যায়ে শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলাতে কোপ দেন। ঘটনাস্থলে রুহুল আমিনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পরপর শ্যালক মিন্টু পালিয়ে গেছে। আমি নিজে ঘটনাস্থলে এসেছি। রুহুল আমিনের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।