ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

রাজশাহীতে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন আমিনুল। পরে হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, এ হত্যাকাণ্ডের পর থেকে মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম পলাতক ছিলেন।  অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়াতদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব তাকে গ্রেফতারও করেছে। গ্রেফতারের পর তাকে শাহমখদুম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।