থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার হলেন আ.লীগ নেতা

বগুড়ার ধুনট থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জায়গা দখলের মামলা করতে গিয়ে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা বেলাল হোসেন (৪৮) গ্রেফতার হয়েছেন। তিনটি নাশকতার মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাকে।

রবিবার (১২ মে) সন্ধ্যার দিকে তাকে থানা চত্বর থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মেহের বকস শেখের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সম্প্রতি তার জায়গা প্রতিপক্ষের লোকজন দখল করে নেয়। এ বিষয়ে অভিযোগ দিতে তিনি রবিবার সন্ধ্যার দিকে ধুনট থানায় যান। পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নাশকতার তিনটি মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেফতার করে।

২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় বিএনপি অফিস, সাবেক এমপির গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগের তিনটি মামলা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা এসব মামলার বাদী।  মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, তদন্তে তিনটি নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। গ্রেফতার করার পর তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মামলাগুলোর অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।