সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সদর উপজেলা ও সলঙ্গা থানার দুটি ইউনিয়নের তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ও সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।
সোমবার (১৯ মে) রাতে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে আগামী তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার, সদস্য আল আমিন হোসেন, সদস্য নান্নু মিয়া ও একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য বাকিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নির্দেশনা দেওয়া হয়েছে।