রাবিতে রোটারেক্ট ক্লাবের রজত জয়ন্তী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করেছে রোটারেক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি।  ‘ড্রাইভ ইয়র ড্রিম, থ্রো রোটারেক্ট’ স্লোগানে শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
পরে মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ক্যারিয়ার ডেভলপমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক ছিলেন সাইফুরস এর পরিচালক সাইফুর রহমান খান ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ডিজিএম শাকিল মেরাজ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দফতরের প্রশাসক মশিহুর রহমান প্রমুখ।

এছাড়া সমাপনী শেষে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এআর/