১৫ দিনেও উদ্ধার হননি আফগানিস্তানে অপহৃত সিরাজুল ও তার সঙ্গী

আফগানিস্তানে অপহৃত ব্র্যাক কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন ও হাজি শওকত আলী ১৫ দিনেও উদ্ধার হননি। সিরাজুল ইসলাম সুমনকে দ্রুত উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তার পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দেন অপহৃত সিরাজুলের বাবা এজেম উদ্দিন খান। এ সময় অপহৃত ব্র্যাকের অপর কর্মকর্তাকে উদ্ধারের দাবি জানান তারা।

আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা (বামে) প্রধান প্রকৌশলী হাজি শওকত আলী ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন

পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো স্মারকলিপিটি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপিতে বলা হয়, ১৫ দিন অতিবাহিত হলেও সিরাজুল ইসলাম সুমনের কোনও সন্ধান না পাওয়ায় তার বাবা-মা, স্ত্রীসহ স্বজনরা অসুস্থ্ হয়ে পড়েছেন। তারা সিরাজুলকে জীবিত উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ১৭ মার্চ আফগানিস্তানের কুন্ডুরিয়া থেকে বাগলান যাওয়ার পথে বন্দুকধারীরা ব্র্যাক কর্মকর্তা পাবনার সিরাজুল ইসলাম ও হাজী শওকত আলীকে অপহরণ করে।

 

/বিটি/টিএন/