রাবিতে শিক্ষক হত্যা: ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক শিক্ষক সমিতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে সবধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শনিবার রাত পৌনে ১১টায় জরুরি সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ২৪ ও ২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।  এছাড়া রেজাউল করিমের হত্যার দাবিতে ২৪ তারিখ সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের সিনেট ভবন থেকে মৌন মিছিল বের হবে। বিকাল পাঁচটায় রাজশাহীর সাহেব বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে।
তিনি আরও বলেন, ২৫ তারিখ সকাল ১০টায় সিনেট ভবনের সামনে মানববন্ধন শেষে শিক্ষক হত্যার প্রতিবাদের দাবিতে উপচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপিতে পরবর্তী আল্টিমেটাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ৮টার দিকে শালবন এলাকায় দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে  রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে।

আরও পড়ুন:

গোপালগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

/এআর/