রথযাত্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, মন্দির ও প্রতিমা ভাঙচুর

দিনাজপুরদিনাজপুরে রথযাত্রা নিয়ে যাওয়ার সময় রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এসময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও প্রতিমা ভাঙচুর করে হামলাকারীরা। এর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি জানিয়েছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকালে দিনাজপুরের সদর উপজেলার উত্তর গোসাইপুর বনকালী এলাকায় রথযাত্রা বের করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এসময় সেখান দিয়ে মোটরসাইকেলে করে কয়েকজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় তাদের সাইড দিতে বলে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মোটরসাইকেল আরোহীরা কিছুক্ষণ পরে লোকজন জড়ো করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালায় ও তাদের বাড়িঘর ভাঙচুর করে।  এসময় তারা একটি কালী মন্দির ও কালী প্রতিমা ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাটি জানতে পেরে এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীদের অভিযোগ, হামলাকারীরা ঘটনার সময় ওই এলাকার বাসিন্দাদের বাড়িতে লুটপাট করেছে।

সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সদস্য নরেশ চন্দ্র রায় জানান, মূলত রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির ভাংঙর করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিষয়টি পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে।

দিনাজপুর কোতোয়ালী থানার এসআই  আশরাফুল আলম বলেন, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই এলাকায় গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি এই হামলার সঙ্গে কোন মাদকের সম্পৃক্ততা থাকে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: আজ কাঁটাখালী গণহত্যা দিবস 

/এআর/