ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

news_imgদিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরসহ ৮৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, ঘোষিত তফশীল অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তার কার্যালয়ে নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরে মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী মনোনীত প্রার্থী মো. ইউনুছ আলী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুস সাত্তার মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ রাজু আহমেদ (লাঙ্গল), সাম্যবাদী দলের প্রার্থী আশরাফ উদ্দীন (চাকা), জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান (মোবাইল ফোন), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম (কেরাম বোড), আশিক ইকবাল মানিক (চামচ), ইয়াদ আলী নাহিদ (কম্পিউটার)ও দেলজার হোসেন বিল্লু (জগ) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
একইভাবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩টি ওয়ার্ডে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর ৯টি ওয়ার্ডে ৬৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঘোড়াঘাট পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৫২ এবং মহিলা ৮ হাজার ৬৪৫ জন ভোটার হয়েছেন। আগামী ৭ আগস্ট ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফুলবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান জানান, ঘোড়াঘাট পৌরসভার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশে ভোট গ্রহণের জন্য ৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন।

নির্বাচন ত্রুটিমুক্ত করতে শনিবার দুপুর ২টা থেকে ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে নির্বাচনী প্রার্থী ও ওই এলাকার জনসাধারণকে নিয়ে মতবিনিময় সভা করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রুখসানা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান।

/জেবি/টিএন/

আপ: এইচকে
আরও পড়ুন: বাংলা ট্রিবিউনের খবরে সরকারি সহায়তা পাচ্ছেন দুই বাঘবিধবা