ধরলার ভাঙন ঠেকানোর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ধরলা নদীর ভাঙন রোধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনকুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসায় ধরলা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরের এ মানববন্ধনে অংশ নেয় নদী তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু, মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, শিক্ষক রেজাউল করিম ও বেশ কয়েকজন শিক্ষার্থী। বক্তারা জানান, ধরলা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। মোগলবাসা ইউনিয়নে গত এক সপ্তাহে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে মোগলবাসা বাজার, ইউনিয়ন কমপ্লেক্স, ঐতিহ্যবাহী মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন অব্যাহত থাকলে মোগলবাসা ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে।

/এআরএল/

আরও পড়ুন: 

‘তার সঙ্গে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হবে না’