ধান কাটতে শুরু করেছে চিনিকল কর্তৃপক্ষ

সাঁওতালদের ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ
সাঁওতালদের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছাতে না পারায় অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমির ধান কাটতে শুরু করেছে চিনিকল কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশে আজ  বৃহস্পতিবার বেলা ১২টায় মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়। সারাদিন ধান কাটা হবে।

ধান কাটার সময় ওই এলাকায় কোনও সাঁওতালকে দেখা না গেলেও তাদের সম্মতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে চিনিকল কর্তৃপক্ষ।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানান, মেশিন দিয়ে ধান কাটার পর মাড়াই করে বস্তাজাত সাঁওতালদের দেওয়া হবে।

20161124_125508তিনি আরও বলেন, ‘এখন ধান কাটার সময় সাঁওতালদের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও তাদের সম্মতিতেই ধান কাটা হচ্ছে।’

তবে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য ও সাঁওতাল পল্লী মাদারপুরের গ্রাম প্রধান বার্নাবাস টুডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ নিয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ-আলোচনা হলেও কোনও প্রকার সমঝোতা হয়নি। এখন শুনতেছি মিল কর্তৃপক্ষ ধান কাটছে।’

মিল কর্তৃপক্ষ অধিগ্রহনের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে গত দুই বছর ধরে সাঁওতালরা তাদের বাপ-দাদার জমি ফেরত পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করার একপর্যায়ে চলতি বছরের ১ জুলাই সাহেবগঞ্জ ইক্ষু খামারে বসতি স্থাপন করে। তারা ওই খামারের জমিতে চাষাবাদও করে। গত ৬ নভেম্বর তাদের উচ্ছেদ করা হয়। সাঁওতালরা খামারের মোট ১ হাজার ৮৪২ একর জমির মধ্যে প্রায় ১৩৫ একর জমিতে রোপা আমন ধান চাষ করেন। যার মধ্যে ৩০ একর জমির ধান পেকেছে। এগুলো কাটা হচ্ছে। ধান কাটা মেশিন দিয়ে ঘণ্টায় প্রায় এক বিঘা জমির ধান কাটা যায়।

প্রসঙ্গত, সাঁওতালদের চাষ করা ধান কাটার সুযোগ দিতে অথবা চিনিকল কর্তৃপক্ষ নিজেরাই ধান কেটে সাঁওতালদের দিয়ে আসবে বলে গত ১৭ নভেম্বর নির্দেশ দেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাতে কেন্দ্র  করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে ৯ পুলিশ তীরবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হন চারজন সাঁওতাল। নিহত হন তিন সাঁওতাল। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

 

/বিটি/