গাইবান্ধা থেকে অপহৃত স্কুলছাত্র বগুড়ায় উদ্ধার, আটক ২

গাইবান্ধা জেলাগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম রতন ইসলামকে (১৫)। শুক্রবার বিকেলে বগুড়া জেলার সোনাতলা (কোচারপুর) এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা  আবু হায়াত মো. রাসেল (২০) ও গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া গ্রামের বাসিন্দা মামুন সরকার (১৮)।

গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে রতন ইসলামকে নিজ এলাকা থেকে বেড়ানোর কথা বলে ওই দুই যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা রতন ইসলামের পরিবারের মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রতনের বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্রাকিং এর মাধ্যমে দুই অপহরণকারীর অবস্থান নির্ণয় করা হয়। এরপর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে রতন ইসলামকে উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, উদ্ধার হওয়া রতন ইসলাম ও আটক দুজন গোবিন্দগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, মামলা হলে আটক দুই অপহরণকারীকে আদালতে পাঠানো হবে। এছাড়া উদ্ধার হওয়া রতন ইসলামকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমডিপি/