দিনাজপুরে ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

দিনাজপুরপ্রশাসনের আশ্বাসের ভিত্তিতে দিনাজপুরে ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধমঘট স্থগিত করেছে ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন। শনিবার দুপুর ২টা থেকে খুলে দেওয়া হয়েছে শহরের সব ওষুধের দোকান।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে ওষুধ ব্যবসায়ীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ জেলার ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়ীদের ৪ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়।
দিনাজপুর ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক বিনোদ সরকার জানান, যেহেতু প্রশাসন তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে তাই আপাতত তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি বাস্তবায়ন না হলে আবারও কর্মসূচি শুরু করা হবে। তবে কতদিন পর্যন্ত স্থগিত করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে দিনাজপুরের মুন্সিপাড়া জেনারেল হাসপাতালের সামনে ওষুধের দোকানে অভিযান চালায় র্যা ব ও ভ্রাম্যমাণ আদালত। এসময় আরমান ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও ওষুধ ছাড়া অন্যান্য পণ্য দোকানে রাখার অভিযোগে ১ লাখ টাকা, রোগমুক্তি ক্লিনিককে ২ লাখ টাকাসহ কয়েকটি ফার্মেসিকে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এরই প্রতিবাদে ওইদিন বিকাল থেকে দিনাজপুর জেলা শহরের সব ওষুধের দোকান মালিকরা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। এই ধর্মঘটে তারা জেলা ড্রাগ সুপারকে বদলি, জরিমানার অর্থ ফেরত, ফার্মেসিতে কী ধরনের ওষুধ থাকবে তার একটি তালিকা প্রণয়ন এবং চিকিৎসকরা যাতে করে তালিকার বাইরে ব্যবস্থাপত্র না দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করার ৪ দফা দাবি তোলে।

/এআর/