গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন: ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Gaibandha Nirbaconগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে রিটানিং অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাদের সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খাঁন, গণফ্রন্টের শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নওশের আলী, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন ও আবদুল মজিদ (বীর প্রতীক)।

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাছাই-বাচাই ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। ২২ মার্চ ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনে অংশ নিতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু তাদের মধ্যে কর্নেল ডা. আবদুল কাদের খাঁন ও সুন্দরগঞ্জ পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ আল মামুন মনোনয়পত্র জমা দেয়নি।

উল্লেখ্য, এ আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে নিহত হন। এ কারণে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। /এমডিপি/