হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

02দিনাজপুরের হিলি সীমান্তে রেলওয়ের ঘর নির্মাণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের পাশে বিএসএফ পোস্টে দুই বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দুই বাহিনীর অধিনায়করা সীমান্তের শুন্য রেখায় পৌঁছালে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, হিলি সীমান্তের পাশে রেল গেইটে দায়িত্বরত গেটম্যানের বসার জন্য রেল কর্তৃপক্ষ একটি রুম স্থাপন করবেন। সীমান্তের ১শ গজের মধ্যে রুমটি স্থাপনা নির্মাণ করা হবে, তাই বিএসএফ যেন বাধা না দেয় এবং সে বিষয়ে তাদের অবহিত করতেই দুই বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি, টুআইসি আলকেস সিনহা, হিলি ক্যাম্প কমান্ডার খাদ ডিবি ও জামিল বাসা। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী, অপারেশন অফিসার মেজর মাসরুর এম এ রুমি, হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম। বৈঠকে রেলওয়ের পক্ষে পার্বতীপুর রেলওয়ের ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ও হিলি রেলওয়ের কর্মকর্তা পলাশ কুমার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি ও বিএসফ যৌথভাবে হিলি সীমান্তের চেকপোস্টের গেটের পাশে রেল লাইনের কাছে নির্মিতব্য রেলওয়ের ঘর নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এরপর বিজিবির হিলি সিপি ক্যাম্পে বৈঠকে বসেন। বৈঠক শেষে দুপুর সোয়া ১২টায় বিএসএফের প্রতিনিধি দলটি একই সীমান্ত দিয়ে ভারতে যান।

/এমডিপি/