গাইবান্ধায় হত্যা মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে ৫ জঙ্গির দশ বছরের জেলগাইবান্ধার সাঘাটা উপজেলায় রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এ আদেশ দেন। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের ফেরদৌস সরকার নান্নু (৩৭), হেলাল মিয়া (৩২) ও লাভলু মিয়া (৩৫)।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাত দিয়ে শফিকুল ইসলাম জানান, ২০০৫ সালের ১৩ মার্চ সকালের দিকে সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আবদুর রহীম সরকারসহ তিনজন একসঙ্গে  বোনারপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তাদের পথরোধ করে একই গ্রামের  ফেরদৌস ও তার পক্ষের লোকজন। এতে আবদুর রহীমের বাবা রমজান আলী গুরুতর আহত হন। তাকে আঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পরের দিন আবদুর রহিম বাদী হয়ে সাঘাটা থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান তদন্ত শেষে ২০০৫ সালের ৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষিদের সাক্ষ গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।
/জেবি/

আরও পড়তে পারেন: দুদকের মামলায় জামিন পেলেন এমপি বদি