সুন্দরগঞ্জে উপ-নির্বাচন: অধিকাংশ কেন্দ্র ভোটার শূন্য

IMG_20170322_085725গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে একযোগে ১০৯ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু সকাল ১০টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। ভোটারদের মধ্যে নেই কোনও উৎসব আমেজ। দু’একজন ভোটার ভোট দিয়েই বাড়ি ফিরছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত বাজারপাড়া উচ্চ বিদ্যালয়, নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুর্বণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবদুল মজিদ সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। কিন্তু কেন্দ্রের সামনে লাইনে কোনও ভোটার নেই।

বাজারপাড়া কেন্দ্রে ভোট দিতে আসা আবদুল মজিদ মিয়া বলেন, ‘সকালে এসে সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। কেন্দ্রগুলোতে পর্যান্ত নিরাপত্তা রয়েছে। তবে সকাল হওয়ায় ভোটার উপস্থিতি অনেক কম। দুপুরের আগে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’

নিজপাড়া কেন্দ্রের নারী ভোটার রহিমা বেগম জানান, ভোট দিয়ে ভালোই লাগছে। কেন্দ্রে এসেই সুন্দরভাবে ভোট দিয়েছেন।

সুন্দরগঞ্জের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের মধ্যে তা বাড়তে পারে।

IMG_20170322_081917রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন জানান, প্রত্যেক ভোট কেন্দ্রে আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার, (এ সার্কেল) মো. রবিউল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গেল বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় এ আসনে উপ-নির্বাচন হচ্ছে।

/বিএল/