গাইবান্ধায় আগুনে পাট ও ভুট্টার দুইটি গুদাম পুড়ে গেছে

FIRE 1

গাইবান্ধা সদর উপজেলার কামারাজানিতে পাট ও ভুট্টার দুটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে থাকা পাট ও ভুট্টাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারজানি বন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কামারজানি বন্দরের খোরশেদ আলমের পাটের গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়লে পাশের আরও দুটি গুদামে আগুন ধরে। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি গুদাম সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও দুটি গুদাম আংশিক পুড়ে গেছে।

/জেবি/

আরও পড়তে পারেন: মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি: বুধবার রাত থেকেই দিন গণনা শুরু