সৈয়দপুরে উপ নির্বাচনে আ.লীগের মোকছেদুল মোমিন জয়ী

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোকছেদুল মোমিন (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলায় মোট ৫ জন প্রার্থীর মধ্যে মোকছেদুল মোমিন (নৌকা) পান ৩৬ হাজার ৯৮১ ভোট।
জয়ী আ.লীগের প্রার্থী মোকছেদুল মোমিনমঙ্গলবার (১৬ মে) উপ-নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রির্টানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী শওকত হায়াত শাহ (ধানের শীষ) ভোট পেয়েছেন ২০ হাজার ৩৯৮। জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াছ চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ১৮ হাজার ২৩১ ভোট।

সূত্র জানায়, উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৭১টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন। এতে মোট বৈধ ভোট পড়ে ৮৬ হাজার ৬০১টি। শতকরা ভোট পড়ে ৪৭ দশমিক ৭১ ভাগ।

জেলা পুলিশের ডিআইও ওয়ান আব্দুল মোমিন জানান, সার্বিকভাবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা ও গণনার পর ফলাফল ঘোষণা করা হয়েছে।

/এমও/