ভারতীয় ব্যবসায়ীদের পাটের বস্তায় পণ্য রফতানির আহ্বান

হিলি স্থলবন্দরদিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে চাল, পেঁয়াজ, আদা, রসুনসহ ১৭টি পণ্য পাটের বস্তায় করে রফতানির আহ্বান জানিয়েছে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ। আগামী ২৬ মে থেকে পাটের বস্তায় করে পণ্য রফতানি করতে ভারতীয় রফতানিকারকদের চিঠি দেওয়া হয়েছে। বুধবার (১৭ মে) বিকালে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের পক্ষ থেকে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে ওই চিঠি দেওয়া হয়। চিঠিতে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় ওইসব পণ্য রফতানি করলে পণ্য গ্রহণ করা হবে না বলেও উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, পরিবেশ দূষণের হাত থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশ সরকার পলিব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেইসঙ্গে চাল, পেঁয়াজ, আদা, রসুনসহ এ জাতীয় ১৭টি পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে দেশব্যাপী সড়কপথে, পণ্যপরিবহনকারী যানবাহনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ফলে আমাদের জরিমানা গুনতে হচ্ছে।

01হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো.হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার সম্প্রতি চাল, পেঁয়াজ, আদা, রসুনসহ এ জাতীয় ১৭টি পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করেছে। গত ১৫ মে’র পর থেকে এসব পণ্য প্লাস্টিকের বস্তায় পরিবহন ও সংরক্ষণ করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। কিন্তু ভারতীয় রফতানিকারকরা এখনও চাল, পেঁয়াজ, আদা, রসুন প্লাস্টিকের বস্তায় করে রফতানি করছে। এ কারণে আমরা আমদানিকারকরা ওই ১৭টি পণ্য পাটের বস্তায় করে রফতানি করতে ভারতীয় রফতানিকারকদের চিঠি দিয়েছি। আগামী ২৬ তারিখের পর থেকে ওইসব পণ্য প্লাস্টিকের বস্তায় রফতানি করা হলে পণ্য গ্রহণে অপারগতা প্রকাশ করা হবে বলেও জানান এই ব্যবসায়ী।

/বিএল/