দিনাজপুর ও গাইবান্ধা থেকে দুই জঙ্গি গ্রেফতার

RANGPUR TWO JMB JANGI ARREST PHOTO 24.05.17

দিনাজপুর ও গাইবান্ধায় পৃথকভাবে অভিযান চালিয়ে দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে রংপুর নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‌্যাব-১৩ প্রধান কমান্ডার আতিক জানান,গোপন সংবাদেরভিত্তিতে বুধবার ভোরে গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে বাদল হানজালাকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা জেলা সদর থানার রামচন্দ্রপুর পোড়া হাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। অপর জঙ্গি বেলালকে দিনাজপুর শহরের চেহেলগাজির মাজার এলাকা থেকে ভোরে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জঙ্গির মধ্যে বাদল হানজালা জেএমবির সক্রিয় সদস্য। সে আট বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর ছদ্মবেশ ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পলানোর আগে হানজালা গাইবান্ধার একটি মসজিদে ইমামতি করতো। মসজিদের মুসুল্লিদের জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করতো। ওই এলাকায় সে বিভিন্ন ধরণের জিহাদি লিফলেট বিতরণ করতো। সে জেএমবির সক্রিয় কর্মী। বর্তমানে নিউ জেএমবির সঙ্গে সংপৃক্ত থাকার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব জানায়।

অপর জঙ্গি বেলাল জেএমবিকে নিয়মিত চাঁদা দিতো এবং জেএমরি কর্মকাণ্ডের সঙ্গে সংপৃক্ত ছিল। জঙ্গি বাদল হানজালার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগজ্ঞ থানায় এবং বেলালের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক মামলা রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: প্রশস্ত হচ্ছে কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা সড়ক