৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপি’র ত্রিবার্ষিক জেলা কাউন্সিল

বিএনপিপ্রায় ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির জেলা পর্যায়ের ত্রিবার্ষিক কাউন্সিল। জেলার কালিবাড়ী পাবলিক লাইব্রেরি মাঠে বুধবার (২৪ মে) এই সম্মেলন শুরু হয়। এর আগে একই স্থানে ২০০৯ সালের ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি আর তৈমুর রহমান সাধারণ সম্পাদক হয়েছিলেন। এবারও তাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, জেল, আন্দোলনের ক্ষেত্রে অনেকটা নিস্ক্রিয়তার মধ্যেও কাউন্সিল নিয়ে দলের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। মির্জা ফয়সাল আমীন- তৈমুর রহমান, তৈমুর রহমান- মির্জা ফয়সাল আমীন, তৈমুর রহমান-পয়গাম আলী, তৈমুর রহমান-ওবায়দুল্লাহ মাসুদ, তৈমুর রহমান-শরীফুল ইসলাম– এভাবে নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নানা সমীকরণ মেলাতে ব্যস্ত জেলা বিএনপির প্রায় ১১’শ কাউন্সিলর। তাদের ভোটেই বুধবার কাউন্সিলের দ্বিতীয় সেশনে নির্বাচিত হবে বিএনপি’র নতুন জেলা কমিটি। অবশ্য সমঝোতার ভিত্তিতে বা সর্বসম্মতিক্রমেও হতে পারে কমিটি।

দলীয় সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় দায়িত্ব পালনের জন্য অনেক আগেই জেলা কমিটির সভাপতির পদ ছেড়ে দেন। জেলা সংগঠনের সহ-সভাপতি তার ছোটো ভাই বর্তমান পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন তখন থেকে ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। অবশ্য কাউন্সিলকে সামনে রেখে কিছুদিন আগে জেলা কমিটি ভেঙে জেলার অন্যতম পরীক্ষিত নেতা তৈমুর রহমানকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেটার সমাপ্তি ঘটবে কাউন্সিলে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে।

এখন পর্যন্ত কেউই সম্ভাব্য নতুন কমিটি নিয়ে মুখ খুলছেন না। যদি মির্জা ফয়সাল আমীনকে সভাপতি এবং আগের কমিটির সাধারণ সম্পাদক তৈমুর রহমানকে আগের পদেই রেখে দেওয়া হয় তবে কমিটির খুব একটা আমুল পরিবর্তন হবে না বলে বিএনপি কর্মীদের মত। তবে উল্টোটাও ঘটতে পারে বলে বিএনপি সূত্রে আভাস পাওয়া গেছে। সেক্ষেত্রে তৈমুর রহমান সভাপতি ও মির্জা ফয়সাল সাধারণ সম্পাদক হতে পারেন। তবে যদি দলের কেন্দ্রীয় সদস্য মির্জা ফয়সালকে সিনিয়র সহ-সভাপতি হিসেবেই রেখে দিয়ে তৈমুরকে সভাপতি করা হয় তবে সাধারণ সম্পাদক হিসেবে একজন নতুন নেতৃত্ব আসতে পারে। সেটা গুণগতভাবে একটা পরিবর্তন বলে মনে করছেন সবাই। সেক্ষেত্রে সাবেক সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিনের ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, দলের যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, দলের সাবেক জেলা অর্থ সম্পাদক ও বিদায়ী আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম এক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে থাকতে পারেন বলে সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানাচ্ছে।

তবে মির্জা ফয়সাল আমীন ও আহ্বায়ক তৈমুর রহমানের মতে, কেউই এই কাউন্সিলে কোনও পদে প্রার্থী নন। সব সিদ্ধান্তই নেবেন কাউন্সিলররা ।

দলের কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উদ্বোধন করেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল।

/এফএস/ 

আরও পড়ুন- 
রোড টু ইলেভেন: কখন কী করবে ইসি