দিনাজপুরে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

 

দিনাজপুরদিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এদের মধ্যে ৯ জনকে গুরুত্বর অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (২৬ জুন) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে সভাপতি পদে পছন্দের প্রার্থী পেতে চাইছেন আওয়ামী লীগের সুন্দরপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। এতে আপত্তি তোলেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মানিক। এনিয়ে গত ৪দিন ধরে উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার (ঈদের দিনে) সন্ধ্যায় গড়েয়াবাজারে ডেকে নিয়ে আনোয়ার হোসেন মানিককে মারধর প্রতিপক্ষের লোকেরা। এই ঘটনা ছড়িয়ে পড়লে রাত থেকে মঙ্গলবার (২৭ জুন) সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাতগাঁ ও হোসেনপুর গ্রামের মানুষেরা। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে আনোয়ার হোসেন মানিকসহ উভয় পক্ষের ৯ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর পেয়ে দাঙ্গা পুলিশসহ ঘটনাস্থলে অবস্থান নেয় কাহারোল থানা পুলিশ।
কাহারোল থানার পরিদর্শক মনসুর আলী জানান, সংঘর্ষের বিষয়ে এখনও কোনও পক্ষ মামলা করেনি। কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।

/এআর/