হিলি সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ চলছে

 

হিলি সীমান্তে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে( ছবি- হিলি প্রতিনিধি)

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ চার দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে চোরাচালান বন্ধের উদ্দেশে বিজিবি ক্যামেরা ও  সার্চলাইট স্থাপনের কাজ শুরু করলেও বিএসএফের বাধায় বন্ধ ছিল বলে জানিয়েছে বিজিবি।

বুধবার সরেজমিন হিলি সীমান্তের বিজিবির হিলি বিওপি ক্যাম্পের আওতাধীন রেলস্টেশনের কামালগেটের পাশের এলাকা থেকে আটাপাড়া রেলগেটে বিজিবির ১নং পোস্ট পর্যন্ত সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। হিলি রেলস্টেশনের কামালগেটের পাশ থেকে আটাপাড়া রেলগেট পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে মোট ১৬টি সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ চলছে। এর পর হিলি সীমান্তের চেকপোস্ট গেট থেকে ফকিরপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট লাগানো হবে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ জুন শনিবার হিলি সীমান্তের কামালগেটের পাশ থেকে ফুটবল মাঠ পর্যন্ত সিসি ক্যামেরা ও সার্চলাইট লাগানোর সময় ভারতীয় জনতা বাধা দেয়। পরে বিজিবি ও বিএসএফ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা আমাদের জানিয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো পর্যন্ত  অপেক্ষা করতে। সে কারণে ক্যামেরা ও ফ্লাসলাইট লাগানোর কাজ বন্ধ ছিল। পরে বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আলোচনার হয়। এসময় বিএসএফ কোনও আপত্তি না থাকার কথা জানালে আবার কাজ শুরু করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: নতুন বাড়িতে ওঠা হলো না ল্যান্স নায়ক সুমনের