দিনাজপুরে দুটি উপজেলায় ত্রাণ বিতরণ করলেন মায়া

দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন মায়া

দিনাজপুরের দুটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার দুপুরে তিনি দিনাজপুর সদরের ইকবাল হাই স্কুলের আশ্রায়ন কেন্দ্রে এ ত্রাণ বিতরণ করেন।

এসময় তিনি বলেন, ‘এরইমধ্যে দিনাজপুর জেলায় ১৬শ’ মেট্রিক টন চাল ও ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘সারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণে, আগাম বৃষ্টি, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি হচ্ছে। আমাদের দেশ ভাটির দেশ। উজানের পানি এ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে আমরা বন্যার কবলে পড়ি। আল্লাহর রহমতে আপনারা সাহসের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলা করেছেন। আমি প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মীর খায়রুল আলম,  দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা এবং ডিজি ইলিয়াস আহমেদ প্রমুখ।

এর আগে তিনি হেলিকপ্টারে করে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে তিনি বন্যাদুর্গত ইউনিয়ন আঙ্গারপাড়া, খামারপাড়া ও আলোকঝাড়ি পরিদর্শ করে এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

 /জেবি/

আরও পড়তে পারেন: প্রধান বিচারপতি এখন বিএনপির প্রিয় পাত্র: খাদ্যমন্ত্রী