জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে পঞ্চগড়ে লাখো কণ্ঠে শপথ

জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধে পঞ্চগড়ে লাখো কণ্ঠে শপথ জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধে পঞ্চগড়ে লাখো কণ্ঠে শপথবাক্য পাঠ করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি, মাদক দ্রব্য ব্যবহারে নিরুৎসাহিত করা ও বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন এই আয়োজন করে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় পঞ্চগড় সরকারি বিপি উচ্চ বিদ্যালয়ে শপথবাক্য পাঠের সময় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল ও পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধে পঞ্চগড়ে লাখো কণ্ঠে শপথ পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৩৮৯টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৪৩ হাজার ৯২০ শিক্ষার্থী শপথবাক্য পাঠ করেন। এছাড়াও নার্সিং ইনস্টিটিউট, পিটিআই, টিটিসি, হোমিও কলেজ ও আয়ুর্বেদ কলেজের ছাত্রছাত্রীরা নিজ নিজ প্রতিষ্ঠানে শপথবাক্য পাঠ করেন।

জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি প্রতিরোধে পঞ্চগড়ে লাখো কণ্ঠে শপথ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শপথ পাঠ অনুষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফুতভাবে অংশ নেন।

আরও পড়ুন:


বিএনপির রঙিন খোয়াব ভণ্ডুল হয়ে গেছে: ওবায়দুল কাদের