আট বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার এক

গাইবান্ধা জেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আট বছরের এক শিশুকে (ছেলে) যৌন নিপীড়নের অভিযোগে মোস্তফা মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান। নির্যাতনের শিকার শিশুটি  বর্তমানে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী বালুয়া বাজার এলাকায় যৌন নিপীড়নের শিকার হয় শিশুটি। যৌন নিপীড়নের শিকার শিশুটি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ক্লাসিক মডেল কেজি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। যৌন নিপীড়নের অভিযোগে রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শিশুর বাবা গোবিন্দগঞ্জ থানায় মোস্তফার বিরুদ্ধে একটি মামলা করেছেন।

শিশুর পরিবারের অভিযোগ, শিশুটি শনিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময় মোস্তাফা বাদাম খাওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে (কাটাখালি বালুয়া এলাকায় থাকা) মিতা পরিবহণের একটি বাসে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে। সন্ধ্যার পর শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে তাকে অসুস্থ অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুর অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন মোস্তাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও শিশুর স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গ্রেফতার মোস্তফাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিশুকে চিকিৎসা ও পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 গ্রেফতার মোস্তফা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাচি (হাতিয়াদহ) গ্রামের আবদুর রহিম পচার ছেলে। মোস্তফা আন্তঃজেলা যাত্রীবাহী বাসের (মিতা পরিবহন) হেলপার।

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এসআইএম শাহিন বলেন,‘হাসপাতালে ভর্তির পর থেকে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে সুস্থ্য আছে। পরীক্ষার পর ডাক্তারি রিপোর্ট আদালতে পাঠানো হবে।’

আরও পড়তে পারেন: যাত্রাবিরতির দাবিতে লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন