বাঁধে আশ্রিতদের বাসস্থানের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

মানববন্ধনকুড়িগ্রামে নদী ভাঙনের শিকার বাঁধে আশ্রিত ভূমিহীনদের উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ড নোটিশ দেওয়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভূমিহীন মানুষেরা শহরের ধরলা নদী সংলগ্ন সিএন্ডবি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে কুড়িগ্রাম প্রেসক্লাবে সমবেত হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীনদের পক্ষে হযরত আলী, সাজু মিয়া, এরশাদুল, আশরাফুল প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন সময়ে নদী ভাঙনের শিকার হয়ে ২৩৮টি ভূমিহীন পরিবার শহর প্রতিরক্ষা বাঁধে কোনও রকমে আশ্রয় নিয়ে বসবাস করে আসছে। দীর্ঘ ২৫ বছর ধরে এখানে আশ্রিত হিসেবে থাকলেও সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও উপ-বিভাগীয় প্রকৌশলীর দফতর থেকে ধরলা নদীর ডানতীরে অবস্থিত কুড়িগ্রাম পৌরসভার চর কুড়িগ্রাম ও ভেলাকোপা মৌজার অধিগ্রহণকৃত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জায়গায় অবৈধভাবে নির্মিত বাসস্থানের স্থাপনাগুলো আগামী ১০ দিনের মধ্যে অপসারণের দু’দফা নোটিশ দেওয়া হয়। মানববন্ধনে ভূমিহীনরা তাদের জন্য খাসজমির ব্যবস্থা করে সবার বাসস্থান নিশ্চিত করার দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় ভূমিহীন পরিবারগুলো।